খুলনা তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

খুলনা তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

খুলনা তে বসেই খাঁটি মধু কিনুন

খুলনার বাসিন্দাদের জন্য সুখবর। এখন থেকে "খাঁটি মধু ডটকম" এর শতভাগ খাঁটি মধু আপনারা খুলনাতে বসেই সংগ্রহ করতে পারবেন। খাঁটি মধু ডটকম এর অবস্থান ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলাতে। তারা সেখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের খাঁটি মধু পাঠাই। আপনি চাইলে খুলনার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা নিজে কুরিয়ার সার্ভিসে গিয়ে ও আনতে পারবেন।

খাঁটি মধু ডটকম এর স্বত্বাধিকারীঃ মধু আল-আমিন

সবচেয়ে বড় কথা হচ্ছে খাঁটি মধু ডটকম এর মধু নিয়ে কোন সন্দেহ নেই। কারণ খাঁটি মধু ডটকম এর স্বত্বাধিকারী মধু আল-আমিন তিনি অত্যন্ত বিশ্বস্ত এবং মধু বিষয়ে খুবই দক্ষ ও অভিজ্ঞ। তিনি দীর্ঘদিন যাবত খাঁটি মধু এবং ভেজাল মধু নিয়ে গবেষণা করে আসছেন। এবং তিনি খাঁটি মধু ও ভেজাল মধু খুব ভালোভাবে চিনতে পারেন। এছাড়া আরও বড় বিষয় হচ্ছে, মধু আল-আমিন তাদের নিজস্ব খামার থেকে মধু উৎপাদন করে। সুতরাং তাদের খাঁটি মধু এর ব্যাপারে আপনারা একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ্‌।

তাই আপনার যারা ঢাকা তে আছেন, তারা https://khatimodhu.com থেকে শত ভাগ খাঁটি মধু কিনতে পারেন। আপনার অবশ্যই ভালো জিনিস পাবেন এবং উপকৃত হবেন ইনশাআল্লাহ।

খাঁটি মধু কিনতে যোগাযোগ করুন

খাঁটি মধু কিনতে অথবা মধু বিষয়ে যেকোনো কিছু জানতে আমার ফেসবুক প্রোফাইলে অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। অথবা সরাসরি ফোনে কথা বলতে কল করুনঃ মোবাইল নাম্বারঃ 01728-338765

মধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp: 01869-663242

মধু সম্পর্কে জানুনঃ খাঁটি মধু ব্লগ
ইউটিউব চ্যানেলঃ
খাঁটি মধু ডটকম

খুলনা বিভাগ

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হলো ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা ও যশোর এবং কুষ্টিয়া অঞ্চল নিয়ে গঠিত এই বিভাগ কে শিল্প ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত।এছাড়া দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বন্দর খুলনা বিভাগের যশোরে অবস্থিত।এছাড়া কুষ্টিয়ায় রয়েছে ভারী শিল্পাঞ্চল।বাংলাদেশের কয়েকটি উঁচু ভবনের মধ্যে কুষ্টিয়ার বিআরবি কেবল টাওয়ার ৪০ তালা অন্যতম।এছাড়া যশোরে রয়েছে মাইকেল মধুসূদন দত্তের ভিটা,কুষ্টিয়ায় রয়েছে কবি রবীন্দ্রনাথের ভিটা,বাগেরহাটে রয়েছে ষাট গম্বুজ মসজিদ সহ খুলনা বিভাগের জেলা গুলো তে রয়েছে অনেক নিদর্শন।পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনা বিভাগের দক্ষিণাংশে অবস্থিত। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের বিস্তৃতি ঘটেছে। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়।এছাড়া কুষ্টিয়া তে রয়েছে লালন শাহ এর মাজার এবং যশোরে রয়েছে বহু ঐতিহাসিক সব নিদর্শন।[১][২] রাজধানী ঢাকা থেকে খুলনা শহরের দূরত্ব সড়কপথে ৩৩৩কি.মি.। রাজধানী সহ দেশের অন্যান্য অঞ্চলের সংগে স্থলপথ, আকাশপথ, জলপথ ব্যবহার করা যায়। ১৯১২ সালে থেকে অত্র অঞ্চলে নদীপথে স্টিমার (স্টিমবোট) চলাচল করে।খুলনা বিভাগের জেলা গুলোর মধ্যকার যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যান্য জেলা গুলোর থেকে অনেক ভালো।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিশ্চিন্তে ১০০% খাঁটি মধু কিনুন এখন ঘরে বসেই

রাজশাহী তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

Customer Review: আপনাদের মধু ভালো খেয়ে বুঝা গেলো

খাঁটি মধু কিনলাম "খাঁটি মধু ডটকম" থেকে (একটি উপকারী গল্প)