About

modhu al-amin, মধু আল-আমিন, খাঁটি মধু

মধু আল-আমিন সম্পর্কেঃ

আচ্ছালামু আলাইকুম, আমি আল-আমিন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে। আল্লাহর রহমতে ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছাত্র ছিলাম। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাসের প্রথম সারির ছাত্র হিসেবেই গণ্য ছিলাম কিন্তু হাইস্কুলে উঠেই মনোযোগ একেবারেই হারিয়ে যায় এবং কোনরকম ৮ম শ্রেণী পাশ করি। তারপর লেখাপড়া বাদ দিয়ে দেই। কিন্তু বাদ দিয়েও বাদ হয় না কারণ পরিবার প্রতিবেশীর চাপে আবারও ভর্তি হলাম ৯ম শ্রেণীতে। কিছুদিন পর আবারও বাদ দিলাম। একটা সময় পরে আবারও ভর্তি হলাম। এভাবে ক্লাস নাইন এ মোট ৪ বার ভর্তি হয়েছিলাম কিন্তু SSC পরীক্ষা আর দেওয়া হয়নাই

পড়ালেখা না করলে কি হবে? সবসময়ই নিজেকে কোন না কোন কাজে বাস্ত রাখতাম। নিজের স্কিল ডেভেলপমেন্ট এ বেশ মনোযোগী ছিলাম এবং পাশাপাশি অনেক ছোট থেকেই বিভিন্ন খুদ্র খুদ্র ব্যাবসা শুরু করেছিলাম।

লেখাপড়া বাদ দিয়েই ২০১০ সালে হাতে পেয়ে যায় কম্পিউটার আর ইন্টারনেট। এবার আর ঠেকাই কে? মনে যা ইচ্ছেই তাই করতে শুরু করলাম। তখন থেকেই নেমে পড়লাম বিভিন্ন আউটসোর্সিং, ফ্রিলান্সিং আর নিজের ব্যাবসা দাড় করানোর জন্য।

এভাবেই অনেক সময় কেটে যায়। কখনো অনলাইনে কাজ করতাম আবার কখনো অনলাইন বাদ দিয়ে অন্যের দোকানে কাজ করতাম (যেমনঃ ফটোকপি মেশিন চালানো, ইলেকট্রনিক্স এর দোকানে, গার্মেন্টস এর দোকানে ইত্যাদি)। কিন্তু কোনকিছুতেই ঠিকঠাক মতো সফলতা পাচ্ছিলাম না। তাছাড়া গ্রাম গঞ্জের মানুষ। হাত-পা গুটিয়ে তো বসে থাকাও যায় না। কিছু তো একটা করতেই হই।

অনেকদিন পর সব কিছু ছেড়ে ছুড়ে পূর্বের অনলাইনের কাজের অভিজ্ঞতা দিয়ে ২০১৭ সালে শুরু করলাম অনলাইন ভিত্তিক খাঁটি মধুর বিজনেস। যা এখন খাঁটি মধু ডটকম নামে পরিচিত। যদিও প্রথম দিকে অন্য নাম ছিলো। যাইহোক, মধু নিয়ে দীর্ঘদিন কাজ করতে করতে নিজের নামের ও কিছুটা পরিবর্তন হয়ে এখন নাম হয়েছে মধু আল-আমিন

alamin honey, মধু আল-আমিন, modhu al-amin, khati modhu

আমি শুধুমাত্র মধু বিক্রির মাঝেই সীমাবদ্ধ থাকিনি। সবসময় চেষ্টা করেছি মধু নিয়ে আমাদের সমাজে যে ভুল ধারনা গুলো আছে, যে সমস্যা গুলো আছে, তার একটি সঠিক সমাধান করার জন্য। আলহামদুলিল্লাহ, আমি মনে করি, এক্ষেত্রে আমি অনেকটাই সফল। আর এই সফলতার পেছনে অসংখ্য মানুষের অবদান আছে। তার মধ্যে অন্যতম হচ্ছেনঃ মইনুল আনোয়ার (স্বত্বাধিকারীঃ আলওয়ান হানি, চট্রগ্রাম) ও এস.এম শাহিন হোসেন (টাঙ্গাইল)।

আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রকার খাঁটি ও ভেজাল মধু নিয়ে সেই শুরু থেকেই গবেষণা করে যাচ্ছি, যা আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ।

আমার সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে কিছু লিখলাম। প্রয়োজন অনুসারে সামনে এডিট হতে পারে।

মধু আল-আমিন এর সাথে সরাসরি যোগাযোগ করতেঃ

মধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp + IMO: 01869-663242

Learn more:  Youtube Channel | FB ProfileFB Page | Blog | Official Site

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নিশ্চিন্তে ১০০% খাঁটি মধু কিনুন এখন ঘরে বসেই

খুলনা তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

রাজশাহী তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

Customer Review: আপনাদের মধু ভালো খেয়ে বুঝা গেলো

খাঁটি মধু কিনলাম "খাঁটি মধু ডটকম" থেকে (একটি উপকারী গল্প)