নিশ্চিন্তে ১০০% খাঁটি মধু কিনুন এখন ঘরে বসেই

খাঁটি মধু পাব কোথায়?

খাঁটি মধু পাব কোথায়? বা খাঁটি মধু পাওয়া যাবে কোথায়? এইটা নিয়ে আপনি হয়তো অনলাইনে অনেক সার্চ করেছেন অথবা বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু মনমতো ভালো কোনো অথেনটিক সোর্স খুঁজে পাচ্ছেন না, যেখান থেকে আপনি প্রশান্ত মন নিয়ে শতভাগ আস্থা রেখে খাঁটি মধু কিনবেন।

আলহামদুলিল্লাহ্‌। এইটা নিয়ে আর টেনশন করা লাগবে না ইনশাআল্লাহ্‌। কারণ, আশা করা যায় আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। 'কোথা থেকে আপনি খাঁটি মধু কিনতে পারবেন' এই ব্যাপারে আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি। এবং খাঁটি মধু পাওয়া যায় এমন অনেক ওয়েবসাইট এর লিংক ও দোকানের অ্যাড্রেস শেয়ার করেছি। যেখান থেকে আপনি নিঃসন্দেহে শতভাগ খাঁটি মধু কিনতে পারবেন ইনশাআল্লাহ্‌।

ইনশাআল্লাহ্‌ এই পোষ্টটি সম্পূর্ণ পড়ার পর আপনাকে আর খাঁটি মধু কেনার জন্য কষ্ট করে গুগলে সার্চ করা লাগবে না অথবা বিভিন্ন দোকানপাট ঘুরে ঘুরে ভোগান্তি পোহাতে হবে না। এবং এখান থেকে আরও জানতে পারবেন মধু বিষয়ক জানাঅজানা বিভিন্ন তথ্য যা আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ্‌।
  • ঘুরে আসুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেঃ https://khatimodhu.com
pure honey, khati modhu

আমি মধু বিক্রি করার আগে জানতাম না যে বাংলাদেশে এতো পরিমাণ মধুর কাস্টমার। তাও আবার অনলাইনে। মানুষ মধু বিক্রি করে দোকানে বসে বসে আর আমি মধু বিক্রি করি কম্পিউটারের সামনে বসে, মানে অনাইলনে। ফেসবুক সহ বিভিন্ন সোসিয়্যাল মিডিয়া ও বিভিন্ন ব্লগ এ লিখা লিখির মাধ্যমে আমি মধুর অর্ডার কাটি তারপর সেই মধু পৌঁছে দেই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে কাঙ্ক্ষিত সেই ব্যক্তির কাছে। আলহামদুলিল্লাহ্‌।

মধু কেনার সময় আগে আমি যা ভাবতাম

ছোটবেলা থেকেই মধু আমার খুব প্রিয় একটি খাবার। যখন আমি মধু বিক্রি করতাম না, তখন আমি অন্যদের কাছ থেকে মধু কিনতাম। আর মধু কেনার সময় সবার আগে যেই চিন্তাটা আমার মাথায় আসতো, তাহলো "খাঁটি মধু" কোথায় পাব? কিভাবে চিনব? কার কাছে গেলে নিশ্চিন্তে খাঁটি মধু কিনতে পারবো? ইত্যাদি।

এই ধরণের চিন্তা আমার মাথায় খালি ঘুরপাক খেত। কিন্তু মধুর প্রতি তীব্র আকাঙ্ক্ষা থাকায় আমি হাল ছেড়ে দিতাম না। যে করেই হোক, যে ভাবেই হোক অনেক কষ্টের পর খাঁটি মধু খুঁজে বের করতাম ইনশাআল্লাহ্‌। তারপরও মধু কেনার পর মনের ভেতর একটা সন্দেহ থেকেই যেত। কিন্তু কিছুই করার থাকত না।

এখন আমি একজন মধু ব্যবসায়ী

Alamin Hossain, Honey Seller, Khati Modhu

আলহামদুলিল্লাহ্‌। অতঃপর আজ আমি নিজেই একজন মধু বিক্রেতা। তাও আবার অনলাইনে। আসলে আমি অনেক থেকেই অনলাইনে বিভিন্ন কাজ করি যেমনঃ ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মার্কেটিং ইত্যাদি। এজন্যই অনলাইন ভিত্তিক কোন কাজ আমার ভালো লাগে। যদিও আমাদের একটি পেপার হাউজ আছে, নামঃ আলামিন পেপার হাউজ। তারপরও অনলাইনের প্রতি আকর্ষণ থাকায় অনলাইন থেকে আর দূরে থাকতে পারলাম না। তাই আল্লাহ্‌র উপর ভরসা করে অনাইলে মধু বিক্রির বিজনেসটি শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ্‌, বিজনেসটি আল্লাহ্‌র ইচ্ছেই খুব ভালো যাচ্ছে। অল্প কয়দিনেই বেশ সাড়া পরে গেছে।

মধুর সাথে দীর্ঘদিন জড়িত থাকার কারণে আসল-নকল মধু চেনার মত অনেক জ্ঞান আল্লাহ্‌ তায়ালা আমাকে এখন দান করেছেন। এবং আমি এখন আল্লাহ্‌র ইচ্ছেই মৌমাছি ও মধু সম্পর্কে অনেক স্টাডি করি। যাতে করে আমার জ্ঞান আরও বৃদ্ধি পায় এবং সাথে সাথে এই জ্ঞানের ভিত্তিতে আপনাদেরকে ১০০% খাঁটি মধু আপনাদের হাতে তুলে দিতে পারি ইনশাআল্লাহ্‌। তবে সাইন্টিফিক ভাবে পরীক্ষিত ফলাফলই চূড়ান্ত বলে গণ্য করা হবে। তারপরও অবিজ্ঞতার আলকে ও খালি চোখে মধুর কিছু নিদর্শন দেখে আসল-ভ্যাজাল মধু চেনা যায় ইনশাআল্লাহ্‌।
মধু কিনতে অথবা মধু বিষয়ক যে কোন তথ্য জানতে আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ

আমার কাছে পাবেন বিভিন্ন প্রকারের মধু

আলহামদুলিল্লাহ্‌। আপনারা আমার কাছে পাবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রকারের মধু ইনশাআল্লাহ্‌। যার ফলে আপনাদের মনের ইচ্ছে মত মধু বাচাই করে কিনতে পারবেন। সারা বাংলাদেশে অনেক প্রকার ্মধু পাওয়া যায়। আমার পক্ষে সর্ব প্রকার মধু সংগ্রহ করা সম্ভব নয়, তাই চেষ্টা করেছি নিজের সাদ্ধের ভেতর মধুর কুয়ালিটি ঠিক রেখে কয়েকটি জনপ্রিয় মধু বিক্রি করতে। নিচে তার লিস্ট দেওয়া হল।
  • কালোজিরা ফুলের মধু
  • লিচু ফুলের মধু
  • সুন্দরবনের মধু 
মধু অর্ডার করতে আমার সাথে সরাসরি ফোন এ কথা বলতে পারেন। আমার মোবাইল নাম্বারঃ 01869-663242 / 01728-338765।

নোটঃ এই লিস্টটি সময় ও প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে।

মধুর গুনাগুণ বা উপকারিতা

আলহামদুলিল্লাহ্‌। মধুর গুন গেয়ে যেমন শেষ করা যাবেনা। তেমনি মধুর উপকারিতা সম্পর্কে লিখেও শেষ করা যাবেনা। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগ এ মধুর গুনাগুণ ও উপকারিতা সম্পর্কে আমরা বিভিন্ন পোষ্ট দেখতে পাই। আমি নিজেও কয়েকদিন আগে সাম হয়্যার ইন ব্লগ ও প্রজন্ম ফরামে মধুর গুনাগুণ সম্পর্কে একটি পোষ্ট লিখেছি। আমি সেই লিংকটি নিচে দিচ্ছি। আপনারা ওখান থেক মধুর গুনাগুণ বা উপকারিতা সম্পর্কে কিছুটা ধারণা পাবেন ইনশাআল্লাহ্‌। আরও বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের শরণাপন্ন হন অথবা গুগল ও ইউটিউব এ সার্চ দিতে পারেন।

খাঁটি মধু ও ভ্যাজাল মধু চেনার উপায় সমূহ

খাঁটি মধু ও ভ্যাজাল মধু চেনার উপায় সমূহ বলতে গেলে অনেক বিস্তারিত বলতে হবে। কারণ ব্যাপারটি খুবই জটিল ও কঠিন একটি বিষয়। আলহামদুলিল্লাহ্‌, খাঁটি মধু ও ভ্যাজাল মধু চেনার উপায় সম্পর্কে অনেক ওয়েবসাইট ও ব্লগ এ অনেক পোষ্ট আছে। তবে আমার বাক্তিগত অবিজ্ঞতা থেকে যা দেখলাম তা হলো, অধিকাংশ সাইট এর তথ্য সঠিক নয়। তাই আমি নিজেই অনেক গবেষণা করে খাঁটি মধু এবং ভেজাল মধু চেনার উপরে অনেক ভিডিও বানিয়েছি। চাইলে দেখতে পারেন।



বোনাস লিংকঃ

মধুর প্রকার ভেদ

আসলে মধু যে বিভিন্ন প্রকারের হয়, এইটা শুনেই অনেকে অবাক হয়ে যান। তারা জানেনই না যে মধুর বিভিন্ন শ্রেণী বিভাগ আছে। মধু বিভিন্ন প্রকারের হয়। তারা শুধু বঝেন যে মধু এক প্রকার। আর তাহলো গাছের ডালে, বাড়ির আনাচে কানাচে যেই চাক বসে, ওইটাই শুধু মধু। ওই এক প্রকারই মধু। এর বাইরে আর কোন মধু হয় না।

সত্যি বলতে মধুর এতো প্রকারভেদ রয়েছে যে আমি নিজেও এখনও সব বুঝে উঠতে পারিনি। কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন। উপরে তো চার প্রকার মধুর নাম বললাম। এর বাইরেও আরও অনেক প্রকার মধু আছে যেমনঃ সরিষা ফুলের মধু, বরই ফুলের মধু, জলপাই ফুলের মধু, আবার এক সুন্দরবনের মধুই তিন প্রকার, যেমনঃ ১) খলিসা ২) গড়ান ৩) কেওরা। এর বাইরে আরও যে কত প্রকার মধু আছে আল্লাহই ভালো জানেন।

মধুর স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব

আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌র সৃষ্টি রহস্য বোঝা বড় দায়। আল্লাহ তায়ালার সৃষ্টি রহস্য সম্পর্কে একমাত্র তিনিই সঠিক জ্ঞান রাখেন এবং আমাদেরকে যতটুকু জানার তাওফিক দিয়েছেন তার বাইরে আমরা আর কিছুই জানিনা। সুবহানআল্লাহ।

উপরে যেমন বিভিন্ন প্রকার মধুর নাম বললাম তেমনি মধুর স্বাদ, গন্ধ আর রঙ ও বিভিন্ন প্রকারের হয়। আমি আমার অবিজ্ঞতার আলকে এখানে মধুর স্বাদ, গন্ধ, রং ও ঘনত্ব সম্পর্কে সামান্য কিছু বলছি ইনশাল্লাহ।

মধুর স্বাদ-গন্ধঃ মধুর স্বাদ-গন্ধ সবসময়ই মিষ্টি, সুস্বাদু ও মনোমুগ্ধকর। তবে মধু যেমন বিভিন্ন প্রকার তেমনি প্রত্যেক মধুরই আলাদা আলাদা স্বাদ আছে। কোন মধু একটু বেশি মিষ্টি লাগে আবার কোন মধু একটু কম মিষ্টি। কোন কোন মধু খাওয়ার শেষে অনেক সময় হালকা তেতো মত লাগে যেমনঃ লিচু ফুলের মধু। তবে মনে রাখবেন এই তেতো সেই নিমপাতার মত তেতো না। আবার কোন কোন মধু অনেকের কাছে খাওয়ার সময় গুড় গুড় ভাব লাগে যেমনঃ কালোজিরা ফুলের মধু। তবে সবার কাছে এমন লাগে না। আরেকটা কথা বলে রাখি। বাংলাদেশের সবচেয়ে গুণসম্পন্ন মধু কিন্তু এই কালোজিরা ফুলের মধুই। এবং এই মধু টাই ব্যক্তিগত ভাবে আমার খুব প্রিয়।

মধুর রং ও ঘনত্বঃ মধুর রং ও ঘনত্ব সম্পর্কে স্পেসিপিক ভাবে বলাটা খুবই কঠিন। কারণ একেক সময়ের মধুর রং ও ঘনত্ব একেক রকম হয়। কোন মধুর রং গাড় লাল অথবা সোনালি কালারের মত দেখা যায়। আবার কোনটা একেবারেই হালকা টাইপের। তাই এটি নির্ভর করবে মধুর উপরেই।
অপরদিকে মধুর ঘনত্ব এর ব্যাপার টাও একি রকম। একেক সময় একের রকম ঘনত্ব। কোন মধু খুব গাড় হয়। আবার কোন মধু কম গাড়। তাই এটিও নির্ভর করবে মধুর উপরেই।

মধুর বিজনেসটি শুরু হয়েছিল রমজান মাস থেকে

মধুর প্রতি ভালোবাসা থেকেই মধুর হাত ধরেই আজ এই মধু বিক্রির বিজনেস। ২০১৭ সালের রমজান মাসের শুরুর দিক থেকে শুরু হয় আমার এই বিজনেস। আলহামদুলিল্লাহ্‌, এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আমার এই মধু।

কিন্তু মধু বিক্রি করতে গিয়ে দেখি সেই একি চিন্তা-চেতনা আর সংসয়-সন্দেহ মন নিয়ে মানুষ আমার কাছে মধু কিনতে আসছে। যেই চিন্তা-চেতনা আর সংসয়-সন্দেহ মন নিয়ে আমি আগে মধু কিনতে যেতাম। হাতে গোনা কয়েকজন বাদে সবার মুখে একি কথা একি সুর।

মধু কেনার সময় প্রায় সবাই একি এরকম প্রশ্ন করেন

  • আলামিন ভাই মধু খাঁটি তো?
  • মধুতে কোন ভ্যাজাল নাই তো?
  • ভাই, আমি আমার অসুস্থ রোগীকে খাওয়াবো তাই দয়া করে খাঁটি মধু দিবেন।
  • আমার চোখে লাগাব তাই ১০০% খাঁটি মধু লাগবে, ভ্যাজাল হলে চোখের ক্ষতি হয়ে যাবে।
  • আমার ছোট্ট বাচ্চাকে খাওয়াবো তাই প্লিয ভাই খাঁটি মধু দিবেন।
  • আলামিন ভাই, আমি আপনাকে বিশ্বাস করে মধু নিচ্ছি তাই খাঁটি হলে দিবেন আর না হলে দিবেন না।
এই একি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হয়। মাঝে মধ্যে অনেক বিরক্ত লাগে। কিন্তু ধৈর্য ধারন করা ছাড়া আর কোন উপায় নাই। কারণ কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে। আর এই বিজনেস টা এমনই। আর আমিও তো একসময় এরকমই করতাম :D

একজন মধু ক্রেতার গল্প

আলহামদুলিল্লাহ্‌। আমার কাছ থেকে এ পর্যন্ত যত মানুষ মধু কিনেছে প্রায় সবাই উপরের ওই কথার মত কিছু কথা আমাকে বলেছে। কেউ কম আর কেউ বেশি। কিন্তু কয়েকদিন আগে ঢাকা থেকে মেহেদি হাসান নামে এক বড় ভাই মধুর অর্ডার করল। আমিতো পুরায় অবাক। তিনি আমাকে কোন ধরণের প্রশ্ন করেননি। কোন কিছুই জানতে চাইনি। ফোন করে সোজা মধুর অর্ডার দিল ব্যাস কাজ শেষ। আবার তিনি আমার পূর্বপরিচিত ও নয়। মেহেদি হাসান ভাইয়ের জন্য অনেক দুয়া করেছি। আলহামদুলিল্লাহ্‌ তার মত কাস্টমার যদি সবাই হত!!!

নোটঃ আমি কোন কাস্টমারের প্রতি খারাপ ধারণা পোষণ করি না। কারও আচরনে কষ্ট পেলে তার জন্য দুয়া করি। আবার কারও আচরন ভালো লাগলে খুশি হয় এবং তার জন্যও দুয়া করি।

আমার জানা মতে কয়েকটি নির্ভরযোগ্য খাঁটি মধু বিক্রয় কেন্দ্র

আলহামদুলিল্লাহ্‌। বাংলাদেশে শুধু আমি একাই খাঁটি মধু বিক্রি করি না। আমার জানা অজানা আরও অনেকেই আছেন যারা শতভাগ খাঁটি মধু বিক্রি করেন ইনশাআল্লাহ্‌। আপনারা চাইলে সেখান থেকেও মধু কিনতে পারেন। আমি নিচে আমার চেনা জানা কয়েকটি ওয়েবসাইট এর লিংক দিলাম যারা ১০০% খাঁটি মধু বিক্রি করেন ইনশাআল্লাহ্‌। 
এই লিস্ট এর ভেতর "সরোবর" হচ্ছে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য এবং খাঁটি মধু ডটকম এর মালিক আমি নিজেই আলহামদুলিল্লাহ্‌। তাই আপনারা এই দুইটার ভেতর থেকে যেকোনো একটি থেকে কিনতে পারেন। আবার ইচ্ছে করলে আপনারা বাকি লিস্ট গুলা থেকেও নিতে পারেন। ব্যাপারটি একান্তই আপনার ব্যক্তিগত।

উপসংহার

আজ এই পর্যন্তই। আবার আগামি পোষ্ট এ দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের প্রত্যেকের জন্যই আমার অন্তর থেকে দুয়া রইল। আল্লাহ্‌ তায়ালা যেন আমাকে ১০০% খাঁটি মধু বিক্রি করার তাওফিক দান করেন এবং আপনারাও যেন ১০০% খাঁটি মধু ক্রয় করে উপকৃত হতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য "জাঝাকাল্লাহু খইরন"
আলহামদুলিল্লাহ্‌।

মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ। আমি আলামিন ভাইয়ের থেকে মধু খেয়েছি। ইনশাআল্লাহ্‌ শতভাগ খাঁটি মধুই পেয়েছি। আপনারা যারা খাঁটি মধু খুঁজছেন বা কিনতে চান, তারা আলামিন ভাইয়ের কাছ থেকে মধু কিনতে পারেন। ইনশাআল্লাহ্‌ খাঁটি মধু পাবেন ভাইয়ের কাছে।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. মনিরুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। ভাই দোকানে আসেন, মধু খাওয়ার দাওয়াত রইলো।

      মুছুন
  2. আলামিন তুমি এগিয়ে যাও, দুয়া করি তোমার মধুর বিজনেস আরও বড় হক। আমরা আশাকরি, তোমার কাছ থেকে সবাই খাঁটি মধুই পাবে ইনশাআল্লাহ্‌।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আলহামদুলিল্লাহ্‌। আপনাদের জন্যও দুয়া রইলো। জাঝাকাল্লাহু খইরন।

      মুছুন
  3. ভাইয়ার কাছ থেকে মধু কিনলাম মধু টা আসলেই অনেক সুস্বাধু। এর আগেও মধু কিনে খাইছি কিন্তু ভাইয়ার কাছ থেকে কিনা মধুর মতো এত স্বাদ পাই নাই। আপ্নারাও কিনতে পারেন আমার বিশ্বাস ঠোকবেন না।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Newaz Sharif তোমাকে অনেক ধন্যবাদ।
      ইনশাআল্লাহ্‌ আমাদের কাছ থেকে মধু কিনে কেউ ঠকবেনা।

      মুছুন
  4. আল-আমিন ভাই আমি জানি আপনি একজন অত্যন্ত সত্ মানুষ। আর এও জানি যে আপনি খাটি মধু সংগ্রহের জন্য কত পরিশ্রম করেন। আপনার এই ন্যায় প্রচেষ্টাকে আল্লাহ সফল করুন।

    আর আমি অনেক মানুষকে পাঠিয়েছি আপনার কাছে, যারা আপনার কাছ থেকে মধু কিনেছেন। তারা সবাই খাটি মধুর সত্যতা স্বীকার করেছেন।

    উত্তরমুছুন
  5. আলামিন ভাই আপনি একজন আসলেই খাঁটি মধু ব্যবসায়ী। আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুন, আমিন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সালমান ভাই, আপনার জন্যও দুয়া করি, আল্লাহ আপনার মধুর বিজনেসেও উত্তম বারাকাহ দান করুন। আমিন।
      জাঝাকাল্লাহু খইরন।

      মুছুন
  6. ভাই আপনার ফোন এ কল যাই না

    উত্তরমুছুন
  7. আমি আপনার খামারে গিয়ে কি স্বশরীরে মধু কিনতে পারবো? দাম কত প্রতি কেজি? প্লিজ।আমাকে ইমেইল করবেন।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. জি ভাই, আপনি এসে কিনতে পারবেন ইন্সাআল্লাহ। আপনার মেইল তো দেন নাই। আমাকে কল করতে পারেন। 01869-663242

      মুছুন
  8. আপনার কাছে কি কি ফুলের মধু পাওয়া যাবে? এবং দাম কত?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এখন লিচু, কালোজিরা ও ফুন্দরবনের মধু পাওয়া যাবে। বিস্তারিত জানতে কল করুনঃ 01869-663242

      মুছুন
  9. আসসালামুয়ালাইকুম ভাই। যদি কোন অসুবিধা না থাকে তাহলে কালোজিরা ফুলের মধুর প্রাইসটা বলে দিলে উপকৃত হতাম ভাই।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ওয়ালাইকুমুচ্ছালাম। কালোজিরা ফুলের মধু আমার কাছে তিন রকমের আছে - ৮০০/১০০০/১৪০০ টাকা কেজি। বিস্তারিত জানতে কল করুনঃ 01869-663242

      মুছুন
  10. ভাই আমি মধু কিনতে চাই। কিভাবে কিনবো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ::মধু বিষয়ক যেকোনো কিছু জানতে অথবা খাঁটি মধু কিনতে যোগাযোগ করুনঃ

      ::মধু বিক্রেতা আলামিন
      ::Founder & CEO, খাঁটি মধু ডটকম
      ::01869-663242 / 01728-338765
      ::https://www.facebook.com/AlaminHoneyBD

      মুছুন
  11. উত্তরগুলি
    1. আমরা কুরিয়ারে সারা দেশে মধু পৌঁছে দিই।

      ::মধু বিষয়ক যেকোনো কিছু জানতে অথবা খাঁটি মধু কিনতে যোগাযোগ করুনঃ

      ::মধু বিক্রেতা আলামিন
      ::Founder & CEO, খাঁটি মধু ডটকম
      ::01869-663242 / 01728-338765
      ::https://www.facebook.com/AlaminHoneyBD

      মুছুন
  12. আমার পুরাতন মধু লাগবে. 01736319165

    উত্তরমুছুন
  13. ভাই আমার লাগ।। দাম কতো করে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. # সুন্দরবনের চাকের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # কালোজিরা ফুলের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # লিচু ফুলের মধু
      ১ কেজি = ৬০০ টাকা
      ৫০০ গ্রাম = ৩০০ টাকা

      # সরিষা ফুলের মধু
      ১ কেজি = ৫০০ টাকা
      ৫০০ গ্রাম = ২৫০ টাকা

      # ফোনে অর্ডার করুনঃ 01869-663242 / 01728-338765

      # ওয়েবসাইটে অর্ডার করুনঃ https://khatimodhu.com/shop/

      মুছুন
  14. আসসালামু আলাইকুম। ভাই কালোজিরা ফুলের মধু ১কেজির দাম কত

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ওয়ালাইকুমুচ্ছালাম।

      # সুন্দরবনের চাকের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # কালোজিরা ফুলের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # লিচু ফুলের মধু
      ১ কেজি = ৬০০ টাকা
      ৫০০ গ্রাম = ৩০০ টাকা

      # সরিষা ফুলের মধু
      ১ কেজি = ৫০০ টাকা
      ৫০০ গ্রাম = ২৫০ টাকা

      # ফোনে অর্ডার করুনঃ 01869-663242 / 01728-338765
      # ওয়েবসাইটে অর্ডার করুনঃ https://khatimodhu.com/shop/

      মুছুন
  15. উত্তরগুলি
    1. # সুন্দরবনের চাকের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # কালোজিরা ফুলের মধু
      ১ কেজি = ১২০০ টাকা
      ৫০০ গ্রাম = ৬০০ টাকা

      # লিচু ফুলের মধু
      ১ কেজি = ৬০০ টাকা
      ৫০০ গ্রাম = ৩০০ টাকা

      # সরিষা ফুলের মধু
      ১ কেজি = ৫০০ টাকা
      ৫০০ গ্রাম = ২৫০ টাকা

      # ফোনে অর্ডার করুনঃ 01869-663242 / 01728-338765

      # ওয়েবসাইটে অর্ডার করুনঃ https://khatimodhu.com/shop/

      মুছুন
  16. লিচু ফুলেরমধু কি kg ৫০০ করে দেওয়া যাবে, ঢাকায় কুরিয়ারখরচ কত।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. লিচু মধু ১ কেজি ৬০০ টাকা করে দেওয়া যাবে। যোগাযোগ করতে নিচের নাম্বারে কল করুন।

      মধু আল-আমিন
      কালীগঞ্জ, ঝিনাইদহ
      WhatsApp + IMO: 01869-663242

      মুছুন
  17. আমি নিরভেজাল মধু চাই।প্রতিবারি মধু কিনতে যেয়ে আমি প্রতারিত হয়।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. ভরসা রাখতে পারেন আমাদের প্রতি। ইনশাআল্লাহ খাঁটি মধু পাবেন।

      মধু আল-আমিন
      কালীগঞ্জ, ঝিনাইদহ
      WhatsApp + IMO: 01869-663242

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

খুলনা তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

রাজশাহী তে বসেই Pure Honey কিনুন (TRUSTED SITE)

Customer Review: আপনাদের মধু ভালো খেয়ে বুঝা গেলো

খাঁটি মধু কিনলাম "খাঁটি মধু ডটকম" থেকে (একটি উপকারী গল্প)