খাঁটি মধু কিনলাম "খাঁটি মধু ডটকম" থেকে (একটি উপকারী গল্প)
আজকে আপনাদের সাথে মধু কেনাবেচার উপর একটি গল্প শেয়ার করবো ইনশাআল্লাহ। গল্পটির নাম খাঁটি মধু কিনলাম "খাঁটি মধু ডটকম" থেকে। এই গল্পটি যদিও কাল্পনিক কিন্তু প্রায় সম্পূর্ণ কাহিনীটিই আমার বাস্তব জীবন থেকে নেওয়া। মানে, মধু বিক্রি করতে গিয়ে একজন কাস্টমারের সাথে আমার যেসব আলোচনা করা লাগে তার উপর ডিপেন্ড করে আজকের এই গল্পটি সাজানো হয়েছে। গল্পটি কাল্পনিক হলেও আপনার বাস্তব জীবনে অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ।
এই গল্প থেকে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ্। আপনি যদি একজন নতুন মধু ক্রেতা হোন তাহলে জানতে পারবেন কোথা থেকে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে খাঁটি মধু কিনতে পারবেন। অথবা মধুর উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলেও কিছুটা ধারণা পাবেন এখান থেকে। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন যা একজন মধু ক্রেতা বা মধু ব্যবহারকারী হিসেবে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ্।
গল্পটি শুরু করার আগে এই পোষ্টটি (নিশ্চিন্তে ১০০% খাঁটি মধু কিনুন এখন ঘরে বসেই) পড়ে নিতে পারেন। এবং খাঁটি মধু কিনতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
সালমান এতক্ষণ পর শান্ত কণ্ঠে বলল আরে না সাবিত তেমন কিছু হয় নাই। সাবিত বলল তাহলে এই যে তোকে এত চিন্তিত দেখাচ্ছে এটার কারণ কি? এবার সালমান একটু নড়ে চড়ে বসলো আর বলল তুই তো দেখছিস দিন দিন আমার শরীরের ওজন একটু একটু করে বেড়েই যাচ্ছে। এই নিয়েই একটু টেনশনে আছি। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার সব কিছু দেখে শুনে বলল এখনো তেমন কোন প্রবলেম হয়নি। বর্তমান শরীরের যে ওজন আছে তা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। কিন্তু এর থেকে বেশি হলে বিপদ। তবে শরীরের বাড়তি ওজন যাতে না হয় এ জন্য এখন থেকেই চেষ্টা করে যেতে হবে।
তাই ডাক্তার সাহেব আমাকে কিছু পরামর্শ দিয়ে বললেন যে, আপনি নিয়মিত মধু ও লেবু পানিয় পান করতে পারেন। এতে আপনার শরীরের বাড়তি ওজন কমে আসবে সাথে সাথে দেহের অনেক রগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ্। তিনি আরও বললেন মধু-লেবু পানিয় এই পদ্ধতি বেশ জনপ্রিয় এবং পরীক্ষিত একটি পদ্ধতি। একটা গবেষণায় দেখা গেছে যে এই মধু-লেবু পানিয় পানের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন আল্লাহ্র ইচ্ছেই। আলহামদুলিল্লাহ্।
সালমান বলল ওখান থেকে চলে আসার পূর্বে ডাক্তার সাহেব আমাকে মধু ও লেবু পানিয় বানানোর প্রস্ততপ্রণালী ও উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত বলে দিলেন। সাথে কুরআন ও হাদিস থেকেও কিছু বললেন।
সাবিত বলল, সালমান এই নিয়ে এতো টেনশন করিস না। আমি তো নিজেও মধু খায়। আমিও মধু কিনি। কোথা থেকে কিনতে হবে কার কাছ থেকে কিনতে হবে এইটা আমার উপর ছেড়ে দে। বর্তমান ঢাকা শহরের দোকান গুলোর থেকে, অনাইলেই খাঁটি মধু কেনা উত্তম। তাছাড়া এখন অনেক নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে। যারা শতভাগ খাঁটি মধু বিক্রি করে ইনশাআল্লাহ্। তাই আমি এখন অনলাইন থেকেই মধু কিনি। আলহামদুলিল্লাহ্। তাহলে তুই যেখান থেকে খাঁটি মধু কিনেছিস ওই অ্যাড্রেস টা আমাকে একটু দে। সাবিত বলল, আচ্ছা শোন সালমান, আমি তোকে সাত-আট টি নির্ভরযোগ্য ওয়েবসাইট এর লিংক দিচ্ছি যারা আমার জানা মতে ১০০% খাঁটি মধু বিক্রি করে। তুই তোর ইচ্ছে মতো একটি জাইগা থেকে কিনতে পারিস। তবে আমি খাঁটি মধু ডটকম থেকে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ্ আমি "খাঁটি মধু ডটকম" থেকে খাঁটি মধুই পেয়েছিলাম। আমি লিংক গুলো তোর ফেসবুক এ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ্ একটু পরে চেক করে দেখিস।
যদিও খাঁটি মধু ডটকম এ অনেক প্রকার মধুই আছে যেমনঃ Black Seed Honey (কালিজিরা ফুলের মধু), Sundarban Honey (সুন্দরবনের মধু), Natural Honey (চাকভাঙ্গা প্রাকৃতিক মধু), Litchi Honey (লিচু ফুলের মধু) ইত্যাদি। কিন্তু সালমান সুন্দরবনের মধু নিল কারণ সে মধু বিক্রেতা আলামিন ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছে যে, এই বছরে (২০১৯) তার কাছে সুন্দরবনের ভালো কোয়ালিটির মধু আছে। তাই সে এই মধুটাই অর্ডার দিল।
এই গল্প থেকে আপনারা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ্। আপনি যদি একজন নতুন মধু ক্রেতা হোন তাহলে জানতে পারবেন কোথা থেকে আপনি নিঃসন্দেহে চোখ বন্ধ করে খাঁটি মধু কিনতে পারবেন। অথবা মধুর উপকারিতা বা গুণাগুণ সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলেও কিছুটা ধারণা পাবেন এখান থেকে। এছাড়াও আরও বিভিন্ন বিষয়ে জানতে পারবেন যা একজন মধু ক্রেতা বা মধু ব্যবহারকারী হিসেবে আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ্।
গল্পটি শুরু করার আগে এই পোষ্টটি (নিশ্চিন্তে ১০০% খাঁটি মধু কিনুন এখন ঘরে বসেই) পড়ে নিতে পারেন। এবং খাঁটি মধু কিনতে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
মধু বিক্রেতা আলামিন |
🐝মধু বিষয়ক যেকোনো কিছু জানতে অথবা খাঁটি মধু কিনতে যোগাযোগ করুন🐝
🍯মধু বিক্রেতা আলামিন🍯
(Founder & CEO, খাঁটি মধু ডটকম)
- Imo Number: 01869-663242
- Mobile Number: 01728-338765
- Official Email: info@khatimodhu.com
- Official Website: https://khatimodhu.com
- Personal Blog: https://alaminhoney.blogspot.com
- FB Profile: https://www.facebook.com/AlaminHoneyBD
- Official Page: https://www.facebook.com/KhatiModhuDotCom
- Official Youtube Channel: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
এছাড়াও নিচের এই ভিডিও থেকে ২টি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের নাম জানতে পারবেন যেখান থেকে আপনারা শতভাগ খাঁটি মধু কিনতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে ইনশাআল্লাহ।
source: https://www.youtube.com/channel/UC7ekgfRfmDvw0UD9HrmtRXQ
সালমান ও সাবিতের "মধু কেনার" গল্প
সালমান আর সাবিত। তারা দুজন দুজনার খুবই ঘনিষ্ঠ বন্ধু এবং একসাথে একই অফিসে জব করে। সালমান আজ অফিসে এসে একটু কেমন জানি করছে। একটু চিন্তিত লাগছে তাকে। মনে হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে খুব টেনশন ফিল করছে। সালমানের এই অবস্থা বেশ অনেকক্ষণ ধরেই ফলো করছে সাবিত। কিন্তু হাতে একটি গুরুত্বপূর্ণ কাজ থাকায় সালমানের নিকট আসতে পারছে না সাবিত। একটু পরে সাবিত হাতের কাজ সেরে সালমানের নিকট আসলো। সাবিত প্রথমে সালাম বিনিময় করে সালমানের নিকট জিজ্ঞেস করল আজ কি হয়েছে তর? এতো চিন্তিত লাগছে যে! হতাশ নাকি? এক কাজ কর ড: আয়েয আল কারনীর ‘হতাশ হবেন না’ এই বই টা পড়, তোর যত প্রকার হতাশা আছে সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ্। এবং সাথে আরেকটা বইও পড়তে পারিস। ড. মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আরিফীর লিখা ‘Enjoy Your Life (জীবন কে উপভোগ করুন)’ বই দুইটা খুবই দারুণ। কত মানুষের জীবন যে পাল্টে দিয়েছে এই বই দুইটা, তার কোন হুদিস নাই।সালমান এতক্ষণ পর শান্ত কণ্ঠে বলল আরে না সাবিত তেমন কিছু হয় নাই। সাবিত বলল তাহলে এই যে তোকে এত চিন্তিত দেখাচ্ছে এটার কারণ কি? এবার সালমান একটু নড়ে চড়ে বসলো আর বলল তুই তো দেখছিস দিন দিন আমার শরীরের ওজন একটু একটু করে বেড়েই যাচ্ছে। এই নিয়েই একটু টেনশনে আছি। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার সব কিছু দেখে শুনে বলল এখনো তেমন কোন প্রবলেম হয়নি। বর্তমান শরীরের যে ওজন আছে তা মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছে। কিন্তু এর থেকে বেশি হলে বিপদ। তবে শরীরের বাড়তি ওজন যাতে না হয় এ জন্য এখন থেকেই চেষ্টা করে যেতে হবে।
তাই ডাক্তার সাহেব আমাকে কিছু পরামর্শ দিয়ে বললেন যে, আপনি নিয়মিত মধু ও লেবু পানিয় পান করতে পারেন। এতে আপনার শরীরের বাড়তি ওজন কমে আসবে সাথে সাথে দেহের অনেক রগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ্। তিনি আরও বললেন মধু-লেবু পানিয় এই পদ্ধতি বেশ জনপ্রিয় এবং পরীক্ষিত একটি পদ্ধতি। একটা গবেষণায় দেখা গেছে যে এই মধু-লেবু পানিয় পানের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন আল্লাহ্র ইচ্ছেই। আলহামদুলিল্লাহ্।
সালমান বলল ওখান থেকে চলে আসার পূর্বে ডাক্তার সাহেব আমাকে মধু ও লেবু পানিয় বানানোর প্রস্ততপ্রণালী ও উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত বলে দিলেন। সাথে কুরআন ও হাদিস থেকেও কিছু বললেন।
কোরআন এবং হাদিসের আলোকে মধুর গুনাগুন ও উপকারিতা
- আপনার পালনকর্তা মৌমাছিকে আদেশ দিলেনঃ পাহাড়ে, গাছে এবং উঁচু চালে গৃহ তৈরী কর, এরপর সর্বপ্রকার ফল থেকে ভক্ষণ কর এবং আপন পালনকর্তার উম্মুক্ত পথ সমূহে চলমান হও। তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। নিশ্চয় এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে নিদর্শন রয়েছে। – সূরা আন-নাহল(১৬), আয়াতঃ ৬৮-৬৯
- প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘মধুতে আরোগ্য নিহিত আছে।’ (সহীহ বুখারি: ৫২৪৮)।
- আয়েশা (রা.) বলেন, প্রিয়নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর কাছে মধু ও মিষ্টান্ন খুব প্রিয় ছিল। (সহীহ বুখারি: ৫২৫০)।
- রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩৪৪১)।
মধু ও লিবু পানিয় বানানোর প্রস্ততপ্রণালী
প্রথমে এক কাপ পানি ফুটিয়ে গরম করে নিতে হবে তারপর ওই পানি কুসুম গরম পানি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।তারপর এক চা-চামচ মধু, পানির মধ্যে দিয়ে চামচ দিয়ে আসতে আসতে নেড়ে পানির সাথে মিশাতে হবে। তারপর একটি অর্ধেক লেবুর রস অথবা আধা চা-চামচ লেবুর রস ওই পানিতে মিশাতে হবে। তারপর বিসমিল্লাহ্ বলে আল্লাহ্র উপর ভরসা করে ওই পানি সকালে খালি পেটে নিয়মিত পান করতে হবে। ইনশাআল্লাহ্ উপকার আসবেই।মধু ও লিবু পানিয় এর উপকারিতা
- দেহের মেদ কমাতে সাহায্য করে
- রগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
- খাবার হজমে সহায়তা করে
- কোষ্ঠকাঠিন্য দূর করতে খুব কাজে আসে
- ত্বক পরিষ্কার করে
- ব্রন ওঠা রোধ করে
- বুকে কফ জমা বা সর্দিকাশি তেও বেশ উপকারে আসে
- শরীরের যেকোনো ক্ষত শুকাতে সাহায্য করে।
খাঁটি মধু পাব কোথায়?
সাবিত বলল সবই তো শুনলাম কিন্তু এতো টেনশন করার মত তো কিছু দেখছি না। সালমান জবাবে বলল আসলে টেনশন টা হচ্ছে খাঁটি মধু কোথায় পাব এইটা নিয়ে। কারণ মধুর মাধ্যমে উপকার পেতে হলে অবশ্যই মধু খাঁটি হতে হবে। কিন্তু খাঁটি মধু পাব কই? খাঁটি মধু পাওয়া মানে তো সোনার হরিণ খুঁজে পাওয়া।সাবিত বলল, সালমান এই নিয়ে এতো টেনশন করিস না। আমি তো নিজেও মধু খায়। আমিও মধু কিনি। কোথা থেকে কিনতে হবে কার কাছ থেকে কিনতে হবে এইটা আমার উপর ছেড়ে দে। বর্তমান ঢাকা শহরের দোকান গুলোর থেকে, অনাইলেই খাঁটি মধু কেনা উত্তম। তাছাড়া এখন অনেক নির্ভরযোগ্য ওয়েবসাইট আছে। যারা শতভাগ খাঁটি মধু বিক্রি করে ইনশাআল্লাহ্। তাই আমি এখন অনলাইন থেকেই মধু কিনি। আলহামদুলিল্লাহ্। তাহলে তুই যেখান থেকে খাঁটি মধু কিনেছিস ওই অ্যাড্রেস টা আমাকে একটু দে। সাবিত বলল, আচ্ছা শোন সালমান, আমি তোকে সাত-আট টি নির্ভরযোগ্য ওয়েবসাইট এর লিংক দিচ্ছি যারা আমার জানা মতে ১০০% খাঁটি মধু বিক্রি করে। তুই তোর ইচ্ছে মতো একটি জাইগা থেকে কিনতে পারিস। তবে আমি খাঁটি মধু ডটকম থেকে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ্ আমি "খাঁটি মধু ডটকম" থেকে খাঁটি মধুই পেয়েছিলাম। আমি লিংক গুলো তোর ফেসবুক এ দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ্ একটু পরে চেক করে দেখিস।
৮টি নির্ভরযোগ্য ওয়েবসাইট যারা শতভাগ খাঁটি মধু বিক্রি করে
- খাঁটি মধু ডটকম (KhatiModhu.com)
- সরোবর (Shorobor)
- আলওয়ান হানি (Alwan Honey)
- আদ-দ্বীন শপ (AdDeen Shop)
- বারাকাহ্ অনলাইন শপ (Barakah online shop)
- তাসমান হানি (Tasmaan Honey)
- খাস ফুড (Khaasfood)
- নাবা ফুড (NABA FOOD)
যদিও খাঁটি মধু ডটকম এ অনেক প্রকার মধুই আছে যেমনঃ Black Seed Honey (কালিজিরা ফুলের মধু), Sundarban Honey (সুন্দরবনের মধু), Natural Honey (চাকভাঙ্গা প্রাকৃতিক মধু), Litchi Honey (লিচু ফুলের মধু) ইত্যাদি। কিন্তু সালমান সুন্দরবনের মধু নিল কারণ সে মধু বিক্রেতা আলামিন ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছে যে, এই বছরে (২০১৯) তার কাছে সুন্দরবনের ভালো কোয়ালিটির মধু আছে। তাই সে এই মধুটাই অর্ডার দিল।
আলামিন ভাই, আপনার বিজনেস কেমন যাচ্ছে? আমার আবার মধু লাগলে আপনার কাছ থেকে নেবো ইনশাআল্লাহ্।
উত্তরমুছুনআলহামদুলিল্লাহ্। খুব ভালো চলছে মনিরুল ভাই। আচ্ছা ঠিক আছে। মধু লাগলে চলে এসেন।
মুছুনভাই বেজাল মধু কিভাবে তৈরি করে জানাবেন কি؟
উত্তরমুছুনএব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান নাই।
মুছুনভাই আমার আধা কেজি মধু লাগবে.
উত্তরমুছুনআধা কেজি মধুর দাম কত টাকা ভাই..?
# সুন্দরবনের চাকের মধু
মুছুন১ কেজি = ১২০০ টাকা
৫০০ গ্রাম = ৬০০ টাকা
# কালোজিরা ফুলের মধু
১ কেজি = ১২০০ টাকা
৫০০ গ্রাম = ৬০০ টাকা
# লিচু ফুলের মধু
১ কেজি = ৬০০ টাকা
৫০০ গ্রাম = ৩০০ টাকা
# সরিষা ফুলের মধু
১ কেজি = ৫০০ টাকা
৫০০ গ্রাম = ২৫০ টাকা
# ফোনে অর্ডার করুনঃ 01869-663242 / 01728-338765
# ওয়েবসাইটে অর্ডার করুনঃ https://khatimodhu.com/shop/
লিচু ফুলের মধু kg৫০০ করে দেওয়া যাবে, ঢাকায় কুরিয়ার খরচ কত।
উত্তরমুছুনলিচু মধু ১ কেজি ৬০০ টাকা করে দেওয়া যাবে। যোগাযোগ করতে নিচের নাম্বারে কল করুন।
মুছুনমধু আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ
WhatsApp + IMO: 01869-663242